সংক্ষিপ্ত ইতিহাস

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়াধীন কারিগরি ও মাদ্‌রাসা শিক্ষা বিভাগের অধীনে কারিগরী শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা মোট ১১৯টি। তিনটি স্তরে পাঠদান কার্যক্রম পরিচালিত হয় যথা-সার্টিফিকেট, ডিপ্লোমা ও ডিগ্রী স্তর। সার্টিফিকেট পর্যায়ে রয়েছে ৬৪টি টেকনিক্যাল স্কুল ও কলেজ। উক্ত ৬৪টি টেকনিক্যাল স্কুল ও কলেজের মধ্যে টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ ২০২১ সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের সর্বদক্ষিণ জনপদ টেকনাফের পিছিয়ে পড়া জনপদকে কারিগরি শিক্ষার মাধ্যমে আলোর পথ দেখাতে ২০২১ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে প্রতিষ্ঠিত হয়, টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। যেটি বর্তমানে টেকনিক্যাল ট্রেড, মেকানিক্যাল ট্রেড ও কম্পিউটার ট্রেড এ পাঠদান চলতেছে। কারিগরি শিক্ষাদানের মাধ্যমে টেকনাফের এই জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে ভূমিকা রাখবে অত্র প্রতিষ্ঠান।