সহকারী প্রধান শিক্ষকের বানী

সহকারী প্রধান শিক্ষকের বানী

টিকলু মজুমদার রাহুল

সহকারী প্রধান শিক্ষক,

পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়

শিক্ষা একটি চলমান প্রক্রিয়া। শিক্ষা মানুষের আচরণের স্থায়ী পরিবর্তন ঘটায়। এই পরিবর্তন সাধনের উদ্দেশ্যে শিক্ষা ক্ষেত্রে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। এই পরিবর্তনে অত্র বিদ্যালয়টি শিক্ষার্থীকে যুগোপযোগী ও সক্ষম শিক্ষা প্রদান করা করে থাকে। অত্র বিদ্যালয়টি সন্দ্বীপ প্রতিষ্ঠিত সর্বপ্রথম কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। প্রতি বছর অত্র প্রতিষ্ঠান থেকে বেশ কিছু শিক্ষার্থী কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে তাদের বেকারত্ব দূর করার সাথে সাথে দেশের শিল্পান্নয়নসহক বিভিন্ন উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করছে। বর্তমান সরকারের ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার ধারাবাহিকতায় অত্র বিদ্যালয়ের ওয়েব সাইট তৈরি করা হলো যাতে করে শিক্ষার্থীরা খুব সহজেই বিদ্যালয়ে বিভিন্ন তথ্য জানতে পারে। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব পালনকালীন এই মহান কার্যক্রম সম্পন্ন করতে পেরে নিজেকে ধন্য মনে ঐতিহ্যবাহী অত্র বিদ্যালয়ের অগ্রযাত্রাকে সুসংহত ও অব্যাহত রাখতে ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যগণের সাথে সাথে এলাকার শিক্ষা সচেতন শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ ও সম্মানিত অভিভাবকগণের সুচিন্তিত মতামত ও পরামর্শ বিনীত ভাবে কাম্য। পরিশেষে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা আমাদের সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টায় শিক্ষার্থীরা যেন সত্যিকার জ্ঞান অর্জন এর মাধ্যমে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠা লাভ করে এবং নিজের, পরিবারের, সমাজের, তথা দেশ ও জাতির গৌরব বয়ে আনতে সক্ষম হয়। পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চবিদ্যালয়ের এই ভার্চুয়াল যাত্রা পথে সকলের সহযোগিতা শুভদৃষ্টি ও আর্শীবাদ কামনা করি।