ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন

আজ ২৮/০৯/২০২৩ খ্রি. ১২ ই রবিউল আউয়াল রোজ বৃহষ্পতিবার পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয় কর্তৃক পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাংসদ জনাব মাহফুজুর রহমান মিতা। প্রধান আলোচক ছিলেন কাজী মোঃ নিজাম উদ্দীন, সুপারিটেনডেন্ট, পূর্ব সন্দ্বীপ ইসলামিয়া দাখিল মাদ্রাসা। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মুঃ আবদুল হান্নান। বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারীদের উপস্থিতে সহকারী শিক্ষক মোঃ আবদুর রহিম ও মোহাম্মদ আবদুল ওয়াদুদ এর সঞ্চালনায় সকাল ৯:০০ থেকে অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহনে রচনা, কেরাত, হামদ, নাত ও ইসলামী সংগিত প্রতিযোগীতা সম্পন্ন হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আলোচনায় অংশ গ্রহন করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইসলাম ধর্ম) মোঃ আবদুর রহিম। প্রধান আলোচক কাজী নিজাম উদ্দীন মানবতার মুক্তির দিশারী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (স.) জীবনাদর্শ নিয়ে বিশদ আলোচনা করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে মহানবীর জীবনাদর্শে তাদের জীবন গড়ার পরামর্শ দেন। আলোচনা শেষে বিভিন্ন প্রতিয়োগীতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষক ও ছাত্র বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, লেখক জনাব আবুল কাসেম শিল্পী, প্রাক্তণ ছাত্র বিশিষ্ট নাট্যকার মাস্টার কামাল উদ্দীন তালুকদার। সবশেষে মিলাদ ও দোয়া মাহফিল এবং উপস্থিত সকলের মাঝে তবারুক বিতরণের পর প্রধান শিক্ষকের সমাপনি বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি ঘটে।