শেখ রাসেল দিবস উদযাপন

গতকাল ১৮ অক্টোবর ২০২৩, শেখ রাসেল এর  ৫৯তম জন্ম দিন ছিল। পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয় দিবসটি যথাযথ মর্যাদার সাথে উদযাপন করা হয়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে। ‍অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাংকন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের উপস্থাপনায় প্রিয় শেখ রাসেল শিরোনামে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশান দেখানো হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুঃ আবদুল হান্নান। প্রধান শিক্ষক শেখ রাসেল সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে বিস্তারিত আলোচনা রাখেন। তিনি আলো বলেন স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে শিক্ষার্থীদেরকে স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে উঠতে হবে। এর জন্য তাদেরকে আইসিটিতে দক্ষতা অর্জন করতে হবে। সভায় আলোচনা রাখেন বিদ্যালয়ের ট্রেড ইন্সট্রাক্টর মুহাম্মদ আবজাল হোসেন। তিনি বলেন নতুন কারিকুলাম অনুযায়ী শিক্ষা অর্জন করতে হলে শিক্ষার্থীদেরকে ইন্টানেটের সাথে যুক্ত থাকার বিকল্প নেই। তবে শিক্ষার্থীরা ইন্টানেটের সাথে যুক্ত থাকতে গিয়ে যাতে শিক্ষা ব্যতিত অন্য কোন কাজে ইন্টারনেট ব্যবহার না করে। সবশেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।